মৌলভীবাজার প্রতিনিধি : মনু বাঁচাও, ধলাই বাঁচাও, বাঁচাও প্রতিবেশ, বন্যা সমস্যা সমাধানে জোড়াতালি নয়, স্থায়ী সমাধান চাই-এমন সব দাবি নিয়ে মনু ও ধলাই পাড়ের জনগোষ্ঠী আন্দোলনে নেমেছে।
আন্দোলনের অংশ হিসেবে বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মৌলভীবাজার শহরের বেজবাড়িতে পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনের সড়কে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এর আগে অবস্থান কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে শহরের চৌমোহনা, কুসুমবাগ ও পশ্চিমবাজার সহ গ্রাম এলাকা থেকে লোকজন মিছিল সহ পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে এসে জড়ো হন।
অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, পৌর মেয়র ফজলুর রহমান, প্রেসক্লাব সভাপতি আবদুল হামিদ মাহবুব, সৈয়দ নওশের আলী খোকন, আ স ম সালেহ সোহেল ও জেলা পরিষদ সদস্য হাসান আহমদ জাবেদ।
Leave a Reply