নিজস্ব প্রতিবেদক : সিলেটে বাংলাদেশ মনিপুরী সাহিত্য সংসদ ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মনিপুরী মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি ছিলেন, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মুক্তিযুদ্ধ অনুশীলনের সভাপতি ও সিলটিভির প্রধান সম্পাদক আল আজাদ এবং দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মুকির হোসেন চৌধুরী। সভাপতিত্ব করেন, বামসাস সভাপতি কবি এ কে শেরাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রথম দিনের সূর্য সভাপতি কবি এনায়েত হাসান মানিক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য শামসুল আলম সেলিম ও জালালাবাদ গ্যাসের উপ মহাব্যবস্থাপক রমেন্দ্র কুমার সিংহ।
Leave a Reply