নিজস্ব প্রতিবেদক : সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ হয়েছে। সোমবার মধ্যরাতে র্যাফেল ড্রর মাধ্যমে প্রায় দেড় মাসের এই জমজমাট আয়োজনের সমাপ্তি ঘটে।
সমাপনী অনুুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিলেট রেঞ্জ পুলিশের উপ মহাপরিদর্শক কামরুল আহসান। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর পুলিশের উপ কমিশনার ফয়সল মাহমুদ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। সভাপতিত্ব করেন, এসএমসিসিআইর সভাপতি হাসিন আহমদ। স্বাগত বক্তব্য রাখেন, সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলার আহ্বায়ক আব্দুল জব্বার জলিল।
২২ ডিসেম্বর সদর উপজেলা মাঠে সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়। এতে দেশ-বিদেশের প্রায় দেড়শ প্রতিষ্ঠান অংশ নেয়।
Leave a Reply