মধ্যনগর থেকে সংবাদদাতা : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা পরিষদের প্রথম নির্বাচন আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে।
এ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান মধ্যনগর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন ।
বৃহস্পতিবার, ২ মে (১৯ বৈশাখ) বিকেলে মধ্যনগর প্রেসক্লাবে এই মতবিনিময়ের মাধ্যমে তিনি নিজের প্রার্থিতা ঘোষণা করেন।
মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি এম এ মান্নানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আল-আমীন আহম্মেদ সালমানের সঞ্চালনায় এ সময় চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান বলেন, নবগঠিত এই উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চেয়ারম্যান পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সেই ভূমিকা পালনে মধ্যনগর উপজেলাবাসী সমর্থন ও সহযোগিতা চান।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন মধ্যনগর প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি আতিকুর রহমান ফারুকী, মো শফিকুল ইসলাম ও দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো মন্জুরুল হক মনজু মুন্সি।
Leave a Reply