মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের নতুন উপজেলা মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রথমবার মহান বিজয় দিবস উদযাপিত হলো।
এ উপলক্ষ্যে শুক্রবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহিদমিনারে জাতীয় পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন ও ৩১ বার তোপধ্বনি করা হয়।
পরে উপজেলা প্রশাসন, পুলিশ, আওয়ামী লীগ, বিএনপি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, যুবলীগ, ছাত্রলীগ, মৎসজীবী লীগ, প্রেসক্লাব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহিদমিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
সকালে মধ্যনগর বি পি উচ্চবিদ্যালয় খেলার মাঠে সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা উড়ানো, কুচকাওয়াজ ও শারীরিক ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রদর্শনী এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খানের সভাপতিত্ব এবং প্রভাষক পূর্ণিমা রায় চৌধুরী ও শামিউল কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি ছিলেন থানার ওসি জাহিদুল হক নাজমূল, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, চেয়ারম্যান সঞ্জীব তালুকদার টিটু ও আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক মোবারক হোসেন তালুকদার।
বিকেলে মুক্তিযোদ্ধা একাদশ বনাম উপজেলা প্রশাসন একাদশের মধ্যে ফুটবল টুনার্মেন্ট এবং সন্ধ্যায় আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
Leave a Reply