সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর থানার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের ৭টি গ্রামে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।
শুক্রবার বিকেলে পিড়ালী মৌলার বাজারে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন, প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মঞ্জুরুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে
বিশেষ অতিথি ছিলেন, ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন ও পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী বিপ্লব কুমার পাল।
প্রধান অতিথি সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, দাতিয়াপাড়া, সাতুর, জগন্নাথপুর, তেলীগাঁও, আমানীপুর, খিদিরপুর ও রংচী গ্রামে ২ কোটি ৮২ লাখ ১১ হাজার টাকা ব্যয়ে ১৪ শ ৫৩টি পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।
Leave a Reply