সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এখলাছ উদ্দীনের বিরুদ্ধে অন্যের স্বাক্ষর জাল করে গড়াকাটা গ্রামের আব্দুল জলিল মাস্টারের উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর মিথ্যা অভিযোগ করার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
সোমবার দুপুরে গড়াকাটা বাজারে এ কর্মসূচি পালন করা হয়। এতে এলাকাবাসী অভিযোগ করেন, এখলাছ উদ্দীনের নাম জড়িয়ে গৃহায়নে অর্থ আত্মসাতের মিথ্যা অভিযোগ দিয়ে তাকে সমাজে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।
মানববন্ধনের আব্দুল জলিল মাস্টারের প্রতি ক্ষোভ প্রকাশ করে তার শাস্তির দাবি জানানো হয়।
আব্দুল জলিল মাস্টার গত ১ আগস্ট এখলাছ উদ্দিনের বিরুদ্ধে একই ইউনিয়নের পনারকুড়ি গ্রামের জামাল বাদশা নামের এক ব্যক্তির স্বাক্ষর জাল করে ইউএনওর কাছে অভিযোগ করেন। এতে বলা হয়, জামাল বাদশার বাবা আব্দুল হালিম ও তার চাচাতো বোন রাবেয়া খাতুনসহ কয়েকজনের নিকট থেকে আশ্রয়ণের ঘর পাইয়ে দেওয়ার কথা বলে ইউপি সদস্য এখলাছ মিয়া ৮২ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন; কিন্তু জামাল বাদশা জানিয়েছেন, তিনি অভিযোগপত্রে স্বাক্ষর করেননি।
এদিকে জানা গেছে, এখলাছ উদ্দীন ও আব্দুল জলিল মাস্টারের মধ্যে পূর্ব বিরোধ রয়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন, স্থানীয় বাসিন্দা গিয়াস উদ্দিন, বাচ্চু মিয়া, দুলাল মিয়া, সিরাজ মিয়া, নূরজাহান ও কুলসুম।-সংবাদদাতা
Leave a Reply