সংবাদদাতা, মধ্যনগর : সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী মধ্যনগর উপজেলা সদর সফর করেছেন।
বুধবার, ২৬ এপ্রিল এই সফরকালে তিনি দুপুরে পিঁপড়কান্দা, মধ্যনগর সুমেশ্বরী নদীরপাড়, উপজেলা পরিষদ কার্যালয় ও ইউনিয়ন ভূমি অফিস সহ বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন ও উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
এছাড়াও জেলা প্রশসাক হাওরপাড়ের কৃষকদের কৃষিকাজের খোঁজ খবর নেন ও বন্যার্তদের মাঝে ৪০ এমএম দুইবান্ডেল করে ঢেউটিন বিতরণ করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান, ধর্মপাশার সহকারী কমিশনার (ভূমি) মো অলিদুজ্জামান, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মো জাহিদুল হক, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জীব রনজন তালুকদার টিটু, সাবেক ইউপি মেম্বার উপানন্দ সরকার, মধ্যনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমৃত জ্যোতি রায় সামন্ত, সাংগঠনিক সম্পাদক আল আমীন আহম্মেদ সালমান, ইউপি মেম্বার সনেট তালুকদার, প্রাণ গোপাল রায় চৌধুরী প্রমুখ।
Leave a Reply