ধর্মপাশা প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের উপদেষ্টা পরিষদ ও আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
‘জাতীয় পর্যায়ে বঙ্গবন্ধু গবেষণা, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ ও দেশজ সংস্কৃতি চর্চা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কাজ করছে।
শুক্রবার দুপুরে মধ্যনগর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত পরিচিতি সভায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক মাহবুব আলম মঞ্জুর সভাপতিত্ব ও সদস্য প্রাণ গোপাল রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা বসন্ত কুমার বিশ্বাস, রমাপদ চক্রবর্তী, পুরঞ্জয় সাহা রায়, নেহার উদ্দীন, মাখন চন্দ্র মহানায়ক, শান্তা চৌধুরী, যুগ্ম আহ্বায়ক নিক্সন তালুকদার, সদস্য অমৃত জ্যোতি রায় সামন্ত, সুবির রায়, পরিমল তালুকদার, নিপা তালুকদার, বিজিত সরকার, বীণা রানী ও আঁখি দে।
বক্তাগণ আগামী ৩ মাসের ভিতরে সংগঠনের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের উপর গুরুত্ব আরোপ করেন।
Leave a Reply