মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদর ইউনিয়নে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে শহিদমিনার চত্বরে ‘মাদককে না বলি-সুস্থ সুন্দর জীবন গড়ি’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে মধ্যনগর থানার ওসি মো জাহিদুল হক নাজমূলের সভাপতিত্বে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অফিসার ইনচার্জ মো জাহিদুল হক বলেন, মধ্যনগর এলাকায় মাদক নির্মূলে পুলিশসহ সকলের সক্রিয় ভূমিকায় মাদকাসক্তি অনেকাংশেই কমে এসেছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদার টিটু, আওয়ামী লীগের সাবেক যুগ্মআহ্বায়ক মোবারক হোসেন তালুকদার, কুতুবউদ্দিন তালুকদার, দপ্তর সম্পাদক মো আলাউদ্দিন, মৎসজীবী লীগের আহ্বায়ক রুহুল আমিন খান,বাজার কমিটির সভাপতি অমরেশ রায় চৌধুরী, নির্মাল্য তালুকদার বাপ্পী, যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার ও যুগ্মসাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম খান রনি।
Leave a Reply