সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নের বৈঠাখালী গ্রামে অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর ভস্মীভূত হয়েছে।
রবিবার সকালে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে জিতেন্দ্র তালুকদারের তিন ছেলে গোপী রঞ্জন তালুকদার, দ্বিজেন তালুকদার ও জ্যোতিষ তালুকদার এবং প্রতিবেশী সুষেন তালুকদারের বসতঘর ধান, চাল ও আসবাবপত্র সহ পুড়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে মধ্যনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেন।
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুর রহমান জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকার থেকে আর্থিক সহায়তা দেয়ার চেষ্টা চলছে।
Leave a Reply