মদন মোহন কলেজ ছাত্রদল নেতা কাওছার আহমদ প্রায় এক সপ্তাহ আগে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পর অসুস্থ অবস্থায় নিখোঁজ রয়েছেন।
তার সুস্থতা ও সন্ধান কামনায় মদন মোহন কলেজ ছাত্রদলের উদ্যোগে শুক্রবার বাদ আছর হযরত শাহজালাল (র) দরগা জামে মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা আব্দুল মজিদ, কামরুজ্জামান দিপু, লিটন আহমদ, আব্দুল হাসিম জাকারিয়া, আব্দুর রউফ, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, দিলহাজ আহমদ, শিহাব খান, উসমান গনি, সোহেল রানা, শাহ আকাব উদ্দিন আহমদ পলাশ, রহমত হোসেন রকিব, সেলিম মিয়া, আবুল মুনতাসিহ চৌধুরী ছাব্বিহ, আসাদুজ্জামান শহিদ, সাজন আহমদ স্বজন, মিঠু কপালী, আলী ইসলাম, আব্দুল আজিজ, মোক্তার আহমদ, আফজল হোসেন, সাদিকুর রহমান নয়ন, সাইদুর রহমান, বিপুল আহমদ, খালেদ মোমিন, বেলাল আহমদ, রুমান আহমদ রাজু প্রমুখ।
Leave a Reply