সুনামগঞ্জ প্রতিনিধি : মদনপুর-দিরাই সড়কে সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইরে ঝুঁকিপুর্ণ বেইলি ব্রিজের জায়গায় দ্রুত নতুন সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
বুধবার দুপুরে দিরাই-মদনপুর পয়েন্টে নিরাপদ সড়ক চাই সুনামগঞ্জ জেলা শাখা এর আয়োজন করে। এলাকাবাসী, পরিবহণ শ্রমিক এবং পথচারীরাও মানববন্ধনে অংশ নেন।
নিসচা জেলা শাখার সভাপতি মহিম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, কাঠইর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফতি সামছুল ইসলাম, নিসচার সহ সভাপতি ওবায়দুল হক মুন্সি, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ফোয়াদ মনি তালুকদার, আইন বিষয়ক সম্পাদক ওবায়দুল হক মিলন, প্রকাশনা সম্পাদক সামছুর রহমান শুভ, দফতর সম্পাদক হুমায়ুন কবির ও নান্দনিক ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক দুলন আহমদ।
Leave a Reply