আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, গণমানুষের নেতা মতিউর রহমান ক্রান্তিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সুনামগঞ্জে আওয়ামী লীগকে সুসংগঠিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তিনি আরো বলেছেন, মতিউর রহমান হাইব্রিড নেতা নন, দলের একজন নিবেদিত প্রাণ নেতা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অত্যাচার নির্যাতন সহ্য করেছেন।
বুধবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেটে সুনামগঞ্জবাসীর উদ্যোগে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি জামিলুল হক জামিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের দফতর সম্পাদক অ্যাডভোকেট শামসুল ইসলাম। পরিচালনায় ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, উপ প্রচার সম্পাদক হুমায়ুন রশিদ লাভলু ও জহিরুল ইসলাম।
Leave a Reply