দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সিলেটে সাংবাদিকরা মানববন্ধন করেছেন।
রবিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারের সামনে বাংলাদেশ হিউম্যান রাইটস্ জার্নালিস্ট কমিশন এ কর্মসূচির আয়োজন করে।
সংগঠনের সভাপতি ফয়সল আহমদ বাবলুর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক আহমদ সেলিমের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, সহ সভাপতি ওয়েছ খছরু। অন্যদের বক্তব্য রাখেন, জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ, ইকবাল সিদ্দিকী, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদি, সাংবাদিক আব্দুর রশিদ রেনু, শাহ দিদার আলম চৌধুরী নবেল, সাত্তার আজাদ, শাহ মুজিবুর রহমান জকন, মঈন উদ্দিন মনজু, ছামির মাহমুদ ও মামুন হাসান।
Leave a Reply