সুনামগঞ্জ প্রতিনিধি : পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সুনামগঞ্জে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের শ্রী শ্রী কালিবাড়ি নাটমন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাসের সভাপতিত্বে ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদ প্রশাসক নূরুল হুদা মুকুট,পুলিশ সুপার মো মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যরিস্টার এম এনামুল কবির ইমন, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে ও শিক্ষাবিদ যোগেশ্বর দাস।
Leave a Reply