কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ ও পাটকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে সিলেট জেলা ও মহানগর বিএনপি জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করবে।
মঙ্গলবার দুপুর ১২টায় এ স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচিতে অংশ নিতে বিএনপির জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ ও মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের সকলস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
Leave a Reply