সিলেট জেলা বিএনপির সাবেক আহবায়ক কামরুল হুদা জায়গীরদার কাউন্সিলের মাধ্যমে নবনির্বাচিত সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে গ্রেফতার ও কারাগারে প্রেরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি সকল রাজনৈতিক মামলায় জামিনে থাকার পরও রাতের আঁধারে বাসার গেইট ও দরজা ভেঙ্গে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে নির্বাচিত জেলা যুবদলের সাধারণ সম্পাদককে তুলে নিয়ে নাশকতার মামলায় গ্রেফতার দেখানো সরকারের স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন।
কামরুল হুদা জায়গীরদার অবিলম্বে মকসুদ আহমদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply