সিলেট মহানগরীর মঈনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থীদেরকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার দুপুরে ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সিলটিভির ব্যবস্থাপনা পরিচালক ও বন্ধু লাইব্রেরী এন্ড পাবলিকেশন্সের স্বত্বাধিকারী রোটারিয়ান মাহবুবুল আলম মিলন। সভাপতিত্ব করেন, প্রধান শিক্ষক শাহনাজ বেগম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক নরেশ চন্দ্র রায়, সৈয়দা বেগম ও ইলোরা আজিজ।
মঈনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর ১২২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।
অনুষ্ঠানে পরীক্ষার্থীদের সাফল্য কামনা করা হয়।
Leave a Reply