ক্রীড়াঙ্গন প্রতিবেদক : সিলেটে মঈনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা শিক্ষা কর্মকর্তা অনিল কৃষ্ণ মজুমদার। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মদনমোহন কলেজের প্রাক্তন অধ্যাপক গ ক ম আলমগীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ঊষা রানী পাল ও নাজিয়া সুলতানা এবং বর্তমান প্রধান শিক্ষক শাহনাজ বেগম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলটিভির ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম মিলন, প্রাক্তন সহকারী শিক্ষক নজিফা মোবারক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মতিউর রহমান মতিন।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, সহকারী শিক্ষক অলকা নন্দা রায় ও কামরান আহমদ।
Leave a Reply