নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর প্রাক্তন সদস্য ও সাবেক জেলা সভাপতি অকাল প্রয়াত মইনুদ্দিন আহমদ জালাল স্মরণে সিলেটে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে মইনুদ্দিন আহমদ জালাল নগরিক শোকসভা কমিটির উদ্যোগে জেলা পরিষদ মিলনাযতনে এর আয়োজন করা হয়
মইনুদ্দিন আহমদ জালাল নগরিক শোকসভা কমিটির আহ্বায়ক গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার আরশ আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য কমরেড সৈয়দ আবু জাফর আহমদ, নাগরিক শোকসভা শ্রদ্ধাঞ্জলি জাতীয় কমিটির আহবায়ক কামরুজ্জামান নানী, যুব ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফিজ আদনান রিয়াদ, মইনুদ্দিন আহমদ জালালের সহধর্মিনী ড নাজিয়া চৌধুরী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ লালা।
Leave a Reply