নিজস্ব প্রতিবেদক : ভয়াল একুশে আগস্ট বুধবার। ২০০৪ সালের এ দিনে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। এতে দেশের বৃহত্তম এ রাজনৈতিক দলটির শীর্ষনেতা আইভি রহমান সহ ২৪ জন নিহত হন। আহত হন দলীয় সভাপতি ও তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা সহ প্রায় ৩শ জন। এরমধ্যে অনেকে চিরতরে পঙ্গু হয়ে গেছেন।
সিলেট সহ সারাদেশে জঙ্গিদের বোমা হামলা ও গোপালগঞ্জে পুলিশি নির্যাতনের প্রতিবাদে আহুত এ সমাবেশে বিকেল সাড়ে ৫টার দিকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা প্রধান অতিথির বক্তৃতা শেষ করা মাত্র শুরু হয় গ্রেনেড হামলা। মাত্র দেড় মিনিটের মধ্যে বিস্ফোরিত হয় ১১টি শক্তিশালী গ্রেনেড। এতে ঘটনাস্থলেই ১২ জন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১২ জন প্রাণ হারান।
এ ঘটনায় ৫২ জনকে আসামি দিয়ে মামলা করা হয়। এক যুগের বেশি সময় পর বিচার শেষে ২০১৮ সালের ১০ অক্টোবর ঘোষিত হয় রায়। এতে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন ভয়াবহ গ্রেনেড হামলায় জড়িত থাকার দায়ে চার দলীয় জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর ও আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।
এছাড়া মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং সিলেটে ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা মামলায় মুফতি আব্দুল হান্নান মুন্সী ও শরীফ শাহেদুল আলম বিপুলের ফাঁসি কার্যকর হয়ে যাওয়ায় এ ৩ জনকে অব্যাহতি দেয়া হয়।
সিলেটে আ লীগের কর্মসূচি : ২০০৪ সালের একুশে আগস্টের গ্রেনেড হামলার মতো নারকীয় ও বর্বরোচিত ঘটনার প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আলোচনা সভার আয়োজন করেছে ।
বুধবার সকাল সাড়ে ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে জেলা, মহানগর, উপজেলা ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকতে দলের মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ অনুরোধ জানিয়েছেন।
Leave a Reply