নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না যায় তাহলে দেশের ভয়াবহ সর্বনাশ হয়ে যাবে। তাই দেশকে বাঁচাতে আওয়ামী লীগকেই বিজয়ী করার বিকল্প নেই।
এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকতে দেশের কি অবস্থা হয়েছিল তা দেশবাসী জানেন। হত্যা, খুন, গুমের মাধ্যমে জিয়াউর রহমান ও বিএনপি ক্ষমতা দখল করেছিল। বিএনপির এই সন্ত্রাসী মানসিকতা এখনও আছে। তাইতো রাজপথে স্লোগান দিচ্ছে, ‘পঁচাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার।’
সোমবার সিলেট মহানগরীর রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
সাবেক শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন এখন বিশ্বব্যাপী দৃষ্টান্ত। অথচ বাংলাদেশ ছিল বিশ্বের অন্যতম একটি গরিব দেশ। সেই অবস্থান থেকে বঙ্গবন্ধু ও পরবর্তীতে শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের উন্নয়নশী দেশ হয়েছে।
তিনি বলেন, তৃণমূলের নেতৃবৃন্দকে একত্রিত হয়ে আগামী নির্বাচনের জন্য কাজ করতে হবে।
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খানের সঞ্চালনায়ে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য জাহাঙ্গীর কবির নানক।
তিনি বলেন, আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রে বিশ্বাসী। বিএনপি কখনো গণতন্ত্রে বিশ্বাস করেনা। তাদের নেতা জিয়াউর রহমান পঁচাত্তরের এই দিনে সেনা সদস্যদের হত্যা করে ক্ষমতা দখল করে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিলেন।
তিনি বলেন, ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে সকল অপশক্তির মোকাবেলা করতে হবে।
জাহাঙ্গীর কবির নানক জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আগামী ডিসেম্বরের মধ্যে সকল সহযোগী সংগঠনের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের নির্দেশনা দেন।
প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ডা মুশফিক হুসেন চৌধুরী, আজিজুস সামাদ আজাদ ডন, উপদপ্তর সম্পাদক সায়েম খান, জেলার উপদেষ্টা পরিষদ সদস্য হাফিজ আহমদ মজুমদার এমপি ও কার্যনির্বাহী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব এমপি।
সভার শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শেখঘাট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাদিকুর রহমান। গীতা পাঠ করেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য অ্যাডভোকেট খোকন কুমার দত্ত। শোকপ্রস্তাব পাঠ করেন উপদপ্তর সম্পাদক মো মজির উদ্দিন। এছাড়া বিভিন্ন উপজেলা প্রতিনিধিরা বক্তব্য রাখেন।–সূত্র সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply