নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীতে সাম্প্রতিক ভয়ংকর জলাবদ্ধতার জন্যে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন।
মঙ্গলবার দুপুরে নগর ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি আরও উল্লেখ করেন,বিশেষজ্ঞরাও ভয়াল বন্যা মোকাবিলার মধ্যে তীব্র তাপদাহ এবং হঠাৎ করে ভারী বর্ষণ ও জলাবদ্ধতার জন্যে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন।
সংবাদ সম্মেলনে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, সচিব ফাহিমা ইয়াসমিন, সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী, কয়েকজন কাউন্সিলর ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সিসিক মেয়র বলেন, জলবায়ু পরিবর্তন বিশ্বব্যাপী একটি সমস্যা, যা আবহাওয়ার বিরূপ প্রভাবে প্রকটভাবে পরিলক্ষিত হচ্ছে। সিলেটে অতিবৃষ্টি, তীব্র তাপদাহ ও শীতকালে গরম অনুভূত হওয়া কিংবা তীব্র কুয়াশা তথা আবহাওয়ার বিরূপ প্রভাব বিশেষজ্ঞদের জন্যে উদ্বেগের কারণ। ভয়াল বন্যার পর টানা তাপদাহ নতুন করে সংকটে ফেলে সকলকে। এরমধ্যেই শনিবার দিনে অস্বাভাবিক তাপদাহের পর রাতে অল্পসময়ে রেকর্ড পরিমাণ বৃষ্টির কারণে আকস্মিক নগরবাসীকে জল-দুর্ভোগে পড়তে হয়।
তিনি উল্লেখ করেন, সেদিন রাত ১১টা ২ মিনিট থেকে রাত ১২টা পর্যন্ত ৫৮ মিনিটে ৭০ মিলিমিটার বৃষ্টিপাত হয়। এর আগে দিনের বেলা সকাল ৬টা পর্যন্ত মোট ৬ ঘন্টা ৫৮ মিনিটে বৃষ্টিপাত হয় ১৬৩ মিলিমিটার, যা সাম্প্রতিক সময়ে সিলেটে সবচেয়ে কম সময়ে বেশি পরিমাণ বৃষ্টিপাতের রেকর্ড। সংশ্লিষ্টরা এই বৃষ্টিপাতকে ‘অতি প্রাকৃতিক’ বলে মনে করছেন ।
মেয়র জানান, চলতি বছরে এমন ঘটনা আরও ঘটতে পারে। তাই যেকোন সময় অতি বৃষ্টি শুরু হলেই সিসিকের ৮ টি স্ট্রাইকিং টিম পরিচ্ছন্নতার কাজে প্রস্তুত রয়েছে। মেয়র, কাউন্সিলর এবং কর্মকর্তা কর্মচারীরাও মাঠে থাকবেন।
তিনি জানান, বন্যার পর মহানগরীর ছড়া, খাল ও ড্রেনের ময়ল-আবর্জনা পরিষ্কার করা হয়েছিল। কোরবানির পশুর বর্জ্য অপসারণেও সফলতা এসেছে; কিন্তু ঈদের পরপর তীব্র তাপদাহে জনজীবন নতুন করে বিপর্যস্ত হয়ে পড়ায় ড্রেন শতভাগ পরিচ্ছন্ন করা যায়নি। এছাড়া ছড়া-ড্রেনে বিভিন্ন ধরনের অপচনশীল বর্জ্য যেমন, বালিশ, তোষক, ককশিট, প্লাস্টিকের বোতল ইত্যাদি নির্বিচারে ফেলে রাখায় অতিবৃষ্টিতে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হয়। পরিস্থিতি মোকাবিলায় সিসিক তাৎক্ষণিক পরিচ্ছন্নতার কাজ শুরু করে। ইতোমধ্যে অনেকটাই উন্নতি হয়েছে।
মেয়র জানান, প্রধানমন্ত্রী সিলেটের উন্নয়নে করোনা পূর্ববর্তী সময়ে ১২শ ২৮ কোটি টাকা শর্ত সাপেক্ষে বরাদ্দ অনুমোদন দিয়েছিলেন। এই পরিমাণ অর্থ পেতে বিধি অনুযায়ী সিসিককে নিজস্ব আয় থেকে ২০ শতাংশ অর্থাৎ ২৪৫ কোটি যুক্ত করতে হবে। অর্থাৎ ৯৮২ কোটি টাকা ৪ অর্থবছরে ছাড় হবে। এই প্রক্রিয়ায় ৩২৯ কোটি টাকা এসেছে। তাই ১২শ কোটি টাকা জলে যাওয়ার তথ্য অপপ্রচার। এ ব্যাপারে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।
সিসিকের মাস্টার প্লান অনুযায়ী পরিকল্পিতভাবে উন্নয়নকাজ চললেও বেশির ভাগ এলাকায় ৮০ ফুট রাস্তা করার বাস্তবতা এখন আর নেই বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে সিসিক মেয়র যেকোন প্রাকৃতিক দুর্যোগে সবাইকে একসঙ্গে কাজ করার আহবান জানান।
Leave a Reply