NATIONAL
Japan will support Bangladesh's ongoing reform and its investors would continue to stay beside Bangladesh to help boost the country's economy
সংবাদ সংক্ষেপ
নবীগঞ্জ আলোকিত ‘৯৫ ব্যাচের উদ্যেগে গণতোষ দাশের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত দিরাইয়ে আলোচিত হত্যা মামলার দুই পলাতক আসামি সিলেট ও সুনামগঞ্জ থেকে গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাব ও সেনা বাহিনীর যৌথ অভিযানে পাইপগান সহ একজন গ্রেফতার নবীগঞ্জে মালামাল ভর্তি পিকআপ ভ্যানে ডাকাতি || চালককে অপহরণ || গ্রেফতার ১ সুনামগঞ্জে সকল ধর্মের মানুষদের নিয়ে প্রশাসনের সামাজিক সম্প্রীতি সভা হবিগঞ্জে জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন || মিথ্যা মামলা ও মানহানির অভিযোগ বিজিবির সিলেট ব্যাটালিয়ন আটক করেছে কোটি টাকার চোরাচালানী পণ্য নগরবাসীর সব ধরনের সেবা নিশ্চিত করার ঘোষণা সিলেট সিটি কর্পোরেশন প্রশাসকের সিলেটে ভ্যাট দিবস পালিত || শুরু হয়েছে ভ্যাট সপ্তাহ-২০২৪ এসএমপির সিআরটি ও বোম্ব ডিসপোজাল ইউনিটের প্রশিক্ষণকালীন যৌথ মহড়া অনুষ্ঠিত বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে বাংলাদেশী ও ভারতীয় নাগরিক আটক মাধবপুরে বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা ও ৫ জয়িতাকে সংবর্ধনা জ্ঞাপন জুড়ীতে নানা কর্মসূচিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন কোতয়ালি পুলিশ বন্দরবাজার থেকে ১২০ পিস ইয়াবা সহ একজনকে গ্রেফতার করেছে সুদৃঢ় ঐক্যে অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকারে সিলেট জেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ভয়ংকর জলাবদ্ধতার জন্যে জলবায়ু পরিবর্তনকে দায়ী করলেন মেয়র

  • বুধবার, ২০ জুলাই, ২০২২

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীতে সাম্প্রতিক ভয়ংকর জলাবদ্ধতার জন্যে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন।
মঙ্গলবার দুপুরে নগর ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি আরও উল্লেখ করেন,বিশেষজ্ঞরাও ভয়াল বন্যা মোকাবিলার মধ্যে তীব্র তাপদাহ এবং হঠাৎ করে ভারী বর্ষণ ও জলাবদ্ধতার জন্যে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন।
সংবাদ সম্মেলনে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, সচিব ফাহিমা ইয়াসমিন, সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী, কয়েকজন কাউন্সিলর ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সিসিক মেয়র বলেন, জলবায়ু পরিবর্তন বিশ্বব্যাপী একটি সমস্যা, যা আবহাওয়ার বিরূপ প্রভাবে প্রকটভাবে পরিলক্ষিত হচ্ছে। সিলেটে অতিবৃষ্টি, তীব্র তাপদাহ ও শীতকালে গরম অনুভূত হওয়া কিংবা তীব্র কুয়াশা তথা আবহাওয়ার বিরূপ প্রভাব বিশেষজ্ঞদের জন্যে উদ্বেগের কারণ। ভয়াল বন্যার পর টানা তাপদাহ নতুন করে সংকটে ফেলে সকলকে। এরমধ্যেই শনিবার দিনে অস্বাভাবিক তাপদাহের পর রাতে অল্পসময়ে রেকর্ড পরিমাণ বৃষ্টির কারণে আকস্মিক নগরবাসীকে জল-দুর্ভোগে পড়তে হয়।
তিনি উল্লেখ করেন, সেদিন রাত ১১টা ২ মিনিট থেকে রাত ১২টা পর্যন্ত ৫৮ মিনিটে ৭০ মিলিমিটার বৃষ্টিপাত হয়। এর আগে দিনের বেলা সকাল ৬টা পর্যন্ত মোট ৬ ঘন্টা ৫৮ মিনিটে বৃষ্টিপাত হয় ১৬৩ মিলিমিটার, যা সাম্প্রতিক সময়ে সিলেটে সবচেয়ে কম সময়ে বেশি পরিমাণ বৃষ্টিপাতের রেকর্ড। সংশ্লিষ্টরা এই বৃষ্টিপাতকে ‘অতি প্রাকৃতিক’ বলে মনে করছেন ।
মেয়র জানান, চলতি বছরে এমন ঘটনা আরও ঘটতে পারে। তাই যেকোন সময় অতি বৃষ্টি শুরু হলেই সিসিকের ৮ টি স্ট্রাইকিং টিম পরিচ্ছন্নতার কাজে প্রস্তুত রয়েছে। মেয়র, কাউন্সিলর এবং কর্মকর্তা কর্মচারীরাও মাঠে থাকবেন।
তিনি জানান, বন্যার পর মহানগরীর ছড়া, খাল ও ড্রেনের ময়ল-আবর্জনা পরিষ্কার করা হয়েছিল। কোরবানির পশুর বর্জ্য অপসারণেও সফলতা এসেছে; কিন্তু ঈদের পরপর তীব্র তাপদাহে জনজীবন নতুন করে বিপর্যস্ত হয়ে পড়ায় ড্রেন শতভাগ পরিচ্ছন্ন করা যায়নি। এছাড়া ছড়া-ড্রেনে বিভিন্ন ধরনের অপচনশীল বর্জ্য যেমন, বালিশ, তোষক, ককশিট, প্লাস্টিকের বোতল ইত্যাদি নির্বিচারে ফেলে রাখায় অতিবৃষ্টিতে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হয়। পরিস্থিতি মোকাবিলায় সিসিক তাৎক্ষণিক পরিচ্ছন্নতার কাজ শুরু করে। ইতোমধ্যে অনেকটাই উন্নতি হয়েছে।
মেয়র জানান, প্রধানমন্ত্রী সিলেটের উন্নয়নে করোনা পূর্ববর্তী সময়ে ১২শ ২৮ কোটি টাকা শর্ত সাপেক্ষে বরাদ্দ অনুমোদন দিয়েছিলেন। এই পরিমাণ অর্থ পেতে বিধি অনুযায়ী সিসিককে নিজস্ব আয় থেকে ২০ শতাংশ অর্থাৎ ২৪৫ কোটি যুক্ত করতে হবে। অর্থাৎ ৯৮২ কোটি টাকা ৪ অর্থবছরে ছাড় হবে। এই প্রক্রিয়ায় ৩২৯ কোটি টাকা এসেছে। তাই ১২শ কোটি টাকা জলে যাওয়ার তথ্য অপপ্রচার। এ ব্যাপারে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।
সিসিকের মাস্টার প্লান অনুযায়ী পরিকল্পিতভাবে উন্নয়নকাজ চললেও বেশির ভাগ এলাকায় ৮০ ফুট রাস্তা করার বাস্তবতা এখন আর নেই বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে সিসিক মেয়র যেকোন প্রাকৃতিক দুর্যোগে সবাইকে একসঙ্গে কাজ করার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More

লাইক দিন সঙ্গে থাকুন

স্বত্ব : খবরসবর ডট কম
Design & Developed by Web Nest