সিলেটের দক্ষিণ সুরমায় মেয়াদী উত্তীর্ণ ঔষধ ও ডাক্তারি স্যাম্পল রাখার দায়ে ৩টি ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে এই জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজেন ব্যানার্জি। এ সময় কদমতলী পয়েন্ট সংলগ্ন ইশা ড্রাগ হাউসকে ১৫ হাজার টাকা, মা ফার্মেসিকে ৫ হাজার টাকা ও আল আকসা মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে সহযোগিতা করেন দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য পরিদর্শক রুপক, উপজেলা ভূমি অফিসের নাজির মো নূরুল ইসলাম ও দক্ষিণ সুরমা থানা পুলিশের বিশেষ একটি দল।
Leave a Reply