সুনামগঞ্জ প্রতিনিধি : জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট এই কর্মসূচির আয়োজন করে।
সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে শহীদ আবুল হোসেন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কর্মকর্তা আহসান উল্লাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক সাবিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপ কর কমিশনার মোহাম্মদ দাউদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খায়রুল হুদা চপল ও জেলা যুবলীগের নেতা নূরুল ইসলাম বজলু।
বক্তারা দেশের উন্ননের স্বার্থে নিয়মিত ভ্যাট পরিশোধের আহ্বান জানান।
Leave a Reply