নিজস্ব প্রতিবেদক : সিলেটের ভোলাগঞ্জ কোয়ারিতে পুলিশের অভিযানে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পাথর উত্তোলন কাজে ব্যবহৃত ৭০টি অবৈধ বোমা মেশিন ধ্বংস, এর সাথে জড়িতদের স্থায়ী-অস্থায়ী বসতি উচ্ছেদ, ৪ জনকে গ্রেফতার ও ৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেন রাত সাড়ে ১১টায় জানান, বিকেল ৩টা থেকে ভোলাগঞ্জ ১০ নম্বর গুচ্ছগ্রাম এলাকায় এই অভিযান শুরু হয়। অবৈধভাবে পাথর উত্তোলনের মতো অপকর্ম পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত তা চলবে।
তিনি আরো জানান, ভোলাগঞ্জ কোয়ারি থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের সাথে জড়িতদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে। এতে ২০ জনের নাম উল্লেখ সহ আসামি করা হয়েছে অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ জনকে। এছাড়া ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
Leave a Reply