নিজস্ব প্রতিবেদক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ কোয়ারি সংলগ্ন শারপিন টিলায় পাথরের গর্ত ধসে এক শ্রমিক নিহত এবং কমপক্ষে ৫ জন আহত হয়েছে। তবে আশংকা করা হচ্ছে, মৃতের সংখ্যা বাড়তে পারে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঐ গর্তে পাথর তোলার কাজ চলাকালে ধস নামে। এতে পাথরের নিচে চাপা পড়ে এই শ্রমিক মারা যান; কিন্তু তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পাথরের গর্তে চাপা পড়ে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশও জানিয়েছে, একজন মারা গেছে।
Leave a Reply