জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয় মহানগরীর গোটাটিকর ও তেমুখী এলাকায় বাজার তদারকি অভিযান চালিয়ে ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
সোমবার এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর ও অবৈধ প্রক্রিয়ায় কেক ও বিস্কুট উৎপাদন এবং অন্যান্য খাদ্য প্রস্তুতে পোড়া তেলের ব্যবহারের দায়ে একটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০ হাজার জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছড়া অস্বাস্থ্যকর পরিবেশে ফুড গ্রেড ব্যতীত বিভিন্ন উপাদান ও স্যাকারিন দিয়ে আইসক্রিম তৈরির দায়ে আরেক প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৪৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়াও স্যাকারিনসহ ফুড গ্রেড ব্যতীত বিভিন্ন উপাদান ধ্বংসও করা হয়।
এছাড়া ব্যবসায়ীদেরকে ভোক্তা-স্বার্থ সংরক্ষণ ও আইনকানুন মেনে ব্যবসা পরিচালনার জন্য নির্দেশনা প্রদান এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে প্রচারণামূলক লিফলেট-পাম্পলেট বিতরণ ও মাইকিং করা হয়।–সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply