জকিগঞ্জ প্রতিনিধি : উন্নয়ন কর পরিষদের রশিদ, ভূয়া নামজারি খতিয়ান ও জাল ডিসিআরের কপি জালিয়াত চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।
জকিগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মোবাশশেরুল ইসলাম তাকে আটক করেন। আটক জকিগঞ্জ সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখক কবির আহমদ কাজলসার ইউনিয়নের ডেমার গ্রামের মৃত রকিব আলীর ছেলে। এ ব্যাপারে বীরশ্রী ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা অমল কান্তি শ্যাম বাদি হয়ে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
বুধবার তাকে আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
মামলায় উল্লেখ করা হয়, কবির আহমদ সরকারি মূল্যবান দলিলাদিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি), ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও নাজিরের সিল ও স্বাক্ষর জাল করে প্রতারণাপূর্বক মানুষের নিকট হতে টাকা পয়সা আদায় করে।
জকিগঞ্জ থানার ওসি সফিকুর রহমান খান জানান, একটি চক্র দীর্ঘদিন হতে জাল জালিয়াতি করে লোকজনের সাথে প্রতারণা করছে। এই জালিয়াত চক্রকে আটকের চেষ্টা চলছে।
Leave a Reply