সিলেট বিভাগীয় বৃক্ষমেলায় বৃক্ষ ভিক্ষা কর্মসূচির মাধ্যমে পরীবেশপ্রেমীদের কাছ থেকে পাওয়া ৭৫০টি গাছের চারা নিয়ে সিলেটের পরিবেশবাদী সংগঠন ভূমিসন্তান বাংলাদেশ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে।
রবিবার দুপুরে খাদিমনগর দলইপাড়া এলাকার প্রফুল্ল পাত্র প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি শুরু করে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশেপাশে ৬০টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে সহযোগিতা করে পরিবেশবাদী সংগঠন গ্রিন এক্সপ্লোর সোসাইটি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাধিকার, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বন বিদ্যা ও পরিবেশ বিজ্ঞান বিভাগ এবং ইমজা।
কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রফুল্ল পাত্র প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপা বেগমের সভাপতিত্বে ও গ্রিন এক্সপ্লোর সোসাইটির সভাপতি হাসনাইন আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ভূমিদাতা প্রমোদ পাত্র, স্কুল কমিটির সদস্য ধরনী পাত্র, পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদের নির্বাহী প্রধান গৌরাঙ্গ পাত্র, ইমজার সাবেক সাধারণ সম্পাদক সজল ছত্রী, সিলেট নার্সারি মালিক কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মলয় লাল ধর, বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, শাবিপ্রবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক এ এস এম জাকারিয়া এবং সংস্কৃতি ও পরিবেশ কর্মী বিমান তালুকদার।
Leave a Reply