নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি বলেছেন, প্রতিটি ভবন নির্মাণের ক্ষেত্রে অবশ্যই ইমারত বিধি (বিল্ডিং কোড) শতভাগ অনুসরণ করতে হবে। আর তা নিশ্চিত করতে হবে সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে। এক্ষেত্রে কোন ধরনের গাফলতি চলবেনা। কারণ সিলেটসহ সারা দেশ ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে।
মঙ্গলবার, ৩ অক্টোবর সকালে সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত ভূমিকম্পের সম্ভাব্য আঘাত ও ক্ষয়ক্ষতি মোকাবেলায় ‘ভূমিকম্প-প্রস্তুতি ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। বিশেষ অতিথি ছিলেন পুলিশের সিলেট রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম, সিলেট মহানগর পুলিশ কমিশনার মো ইলিয়াছ শরীফ বিপিএম (বার) পিপিএম, আওয়ামী লীগের জেলা সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন। প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড জহির বিন আলম। সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার মাহবুবুল ইসলাম।
প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বলেন, ভূমিকম্প ঠেকানো যাবেনা; কিন্তু মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেলে ক্ষয়ক্ষতি কম হবে।
তিনি ফায়ার সার্ভিসসহ সরকারি বিভিন্ন দফতরে লোকবল বাড়ানো, জেলা ও উপজেলা পর্যাযে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিগুলোর কার্যক্রম তদারকি জোরদার, শিক্ষাপ্রতিষ্ঠানে ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়ার আয়োজন, ব্যাপক প্রচারণা, ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা তৈরি, স্বেচ্ছাসেবক, রক্তদাতা ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা, দুর্যোগকালীন বিদ্যুৎ ও গ্যাস উৎপাদন ও সরবরাহ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হওয়া ইত্যাদি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন।
সেমিনারে মুক্ত আলোচনায় অংশ নেন সেনাবাহিনীর ১৭ ডিভিশন জিওসির প্রতিনিধি মেজর আহমেদ মুস্তাহিন, অতিরিক্ত পুলিশ সুপার মো আবু সুফিয়ান, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান, বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম, সিলেট জেলা প্রেসক্লাব ও ইমজার সাবেক সভাপতি আল আজাদ, প্রবীণ সাংবাদিক-কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী ও গ্রামীণ জনকল্যাণ সংসদের সভাপতি জামিল চৌধুরী। এছাড়াও সিলেট সিটি করপোরেশনসহ সরকারি বিভিন্ন দফতরের পদস্থ কর্মকর্তারা নিজ নিজ দফতরের প্রস্তুতি তুলে ধরেন।
Leave a Reply