নিজস্ব প্রতিবেদক : ভূমিকম্পে ফাটল দেখা দেওয়ায় সিলেট মহানগরীর বন্দরবাজারে অবস্থিত ১৩৫ বছরের পুরনো রাজা জি সি হাই স্কুলের বদর উদ্দিন আহমদ কামরান ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম ভবনটি পরির্দশন শেষে জানান, প্রায় ২৮ বছর আগের এই ভবনটি ভূমিকম্প সহনীয় মাত্রায় তৈরি করা হয়নি। তাই ফাটল সৃষ্টি হওয়ায় পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। প্রয়োজনে ভূমিকম্প প্রতিরোধক আরেকটি ভবন নির্মাণ করা হবে।
পরে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী রাজা জি সি হাই স্কুল পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙে ফেলার ঘোষণা দেন।
সোমবার সন্ধ্যায় পরপর দুইবার ৩.৮ মাত্রার ভূমিকম্প হলে এই ফাটল দেখা দেয়।
Leave a Reply