নিজস্ব প্রতিবেদক : ভূমিকম্পে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এক বৃদ্ধ ও ছাতক উপজেলায় এক কিশোরী মারা গেছে।
মঙ্গলবার বিকেল ৩টা ১০ মিনিটে ৫ দশমিক ৫ মাত্রার এই ভূমিকম্প হয়। এ সময় জগন্নাথপুর উপজেলার হাসামপুর গ্রামে হিরণ মিয়া (৬০) নামের এক ব্যক্তি ঘুম থেকে জেগে উঠে দৌড় দিলে দেয়ালের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়া উপজেলার পাটলী মাদরাসার দুই শিক্ষার্থী আহত হন। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভূমিকম্পের সময় ছাতক সিমেন্ট কারখানা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী সায়মা আক্তার (১৪) সিঁড়ি নামার সময় পা পিছলে পড়ে গিয়ে মারা যায়।
Leave a Reply