অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, সিলেটের সাংবাদিকতার ইতিহাস দীর্ঘদিনের। এখানে অনেক পত্রিকা রয়েছে। এর মধ্যে নতুন যাত্রা করা শুভ প্রতিদিন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হয়ে যাত্রালগ্ন থেকে কাজ শুরু করেছে।
শুক্রবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে দৈনিক শুভ প্রতিদিনের সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
সুধী সমাবেশে প্রধান বক্তা ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। দৈনিক শুভ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক সরওয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড এ কে আব্দুল মোমেন, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ইকবাল করিম নিশান, সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জেলা প্রশাসক মো রাহাত আনোয়ার, সীমান্তিকের চিফ প্যাট্রোন ড আহমদ আল কবীর ও ইউকে বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজা আহমদ ফয়সল চৌধুরী।
প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত। অন্যথায় ভুল সংবাদ পরিবেশনে মানুষ, দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হয়।
প্রধান বক্তা ইকবাল সোবহান চৌধুরী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, নীতি ও নৈতিকতা বজায় রেখে সংবাদ পরিবেশন করুন। এতে দেশ ও জাতি উপকৃত হবে। সাংবাদিকদের মুক্তিযুদ্ধ আর স্বাধীনতার প্রশ্নে কোনো আপোস করলে চলবে না। এক্ষেত্রে দেশপ্রেমকেই অগ্রাধিকার দিতে হবে।
সুধী সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, শুভ প্রতিদিনের প্রধান সম্পাদক লিয়াকত শাহ ফরিদী, শিক্ষাবিদ ড আবুল ফতেহ ফাত্তাহ, জেলা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ সভাপতি ওয়েছ খছরু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায় ও জেলা পরিষদ সদস্য এ জেড রওশন জেবীন রুবা।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন জেলা পরিষদের সদস্য সাঈদ আহমদ সুহেল। এরপর শোকাবহ আগস্টের স্মরণে একমিনিট নিরবতা পালন করা হয়।
Leave a Reply