NATIONAL
At least five people died after a train rammed a microbus carrying passengers in Munshibazar under Faridpur district
সংবাদ সংক্ষেপ
চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স অনুসরণ করছে : ৫৫ বিজিবির অধিনায়ক ভারতীয় ২ নাগরিক ও সাড়ে ৪৩ লাখ টাকার মালামাল আটক করলো ৪৮ বিজিবি সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ১ হাজার পিস ইয়াবা সহ গ্রেফতার ১ ভ্যাট প্রত্যাহারের দাবিতে নতুনধারা বাংলাদেশের লাল কার্ড প্রদর্শন গোলাপগঞ্জের হেতিমগঞ্জ এলাকায় প্রায় ২২শ পিস ইয়াবা সহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ সুনামগঞ্জে ইন্টার্ন ডিপ্লোমা চিকিৎসকদের সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত জৈন্তিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ হবিগঞ্জে সামাজিক সংগঠন নাগরিক অধিকারের অভিষেক ও শীতবস্ত্র বিতরণ সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৪৮ বিজিবির অভিযানে ১ কোটি ৩০ লাখ টাকার চোরাচালানী পণ্য আটক নবীগঞ্জের সালামতপুরে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫ জন মৌলভীবাজারে শাহ মোস্তফার (র) ওরসে ভক্ত-আশিকানদের ঢল || শেষ হবে আখেরি মোনাজাতে ডিবির অভিযানে অনলাইন তীর শিলং জুয়া খেলার সামগ্রীসহ ২ জন গ্রেফতার পৌষ সংক্রান্তি উপলক্ষে নবীগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত মেট্রোপলিটন ইউনিভার্সিটির সিএসই সোসাইটির সভাপতি মাহফুজ সম্পাদক জয়নাল হাকিম ফাউন্ডেশন ইউএসএর প্রকাশনা `কোমল স্নেহের পরশ’ গ্রন্থের মোড়ক উম্মোচন গবেষকদের উদ্বুদ্ধ করতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সম্মাননা পদক বিতরণ

ভুল সংবাদে দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হয় : শুভ প্রতিদিনের সুধী সমাবেশে অর্থমন্ত্রী

  • শনিবার, ৫ আগস্ট, ২০১৭

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, সিলেটের সাংবাদিকতার ইতিহাস দীর্ঘদিনের। এখানে অনেক পত্রিকা রয়েছে। এর মধ্যে নতুন যাত্রা করা শুভ প্রতিদিন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হয়ে যাত্রালগ্ন থেকে কাজ শুরু করেছে।
শুক্রবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে দৈনিক শুভ প্রতিদিনের সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
সুধী সমাবেশে প্রধান বক্তা ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। দৈনিক শুভ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক সরওয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড এ কে আব্দুল মোমেন, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ইকবাল করিম নিশান, সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জেলা প্রশাসক মো রাহাত আনোয়ার, সীমান্তিকের চিফ প্যাট্রোন ড আহমদ আল কবীর ও ইউকে বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজা আহমদ ফয়সল চৌধুরী।
প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত। অন্যথায় ভুল সংবাদ পরিবেশনে মানুষ, দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হয়।
প্রধান বক্তা ইকবাল সোবহান চৌধুরী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, নীতি ও নৈতিকতা বজায় রেখে সংবাদ পরিবেশন করুন। এতে দেশ ও জাতি উপকৃত হবে। সাংবাদিকদের মুক্তিযুদ্ধ আর স্বাধীনতার প্রশ্নে কোনো আপোস করলে চলবে না। এক্ষেত্রে দেশপ্রেমকেই অগ্রাধিকার দিতে হবে।
সুধী সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, শুভ প্রতিদিনের প্রধান সম্পাদক লিয়াকত শাহ ফরিদী, শিক্ষাবিদ ড আবুল ফতেহ ফাত্তাহ, জেলা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ সভাপতি ওয়েছ খছরু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায় ও জেলা পরিষদ সদস্য এ জেড রওশন জেবীন রুবা।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন জেলা পরিষদের সদস্য সাঈদ আহমদ সুহেল। এরপর শোকাবহ আগস্টের স্মরণে একমিনিট নিরবতা পালন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More

লাইক দিন সঙ্গে থাকুন

স্বত্ব : খবরসবর ডট কম
Design & Developed by Web Nest