সিলেটের বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিশ্ব মানচিত্রে স্থান করে নিয়েছে। বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণমুখী রাজনীতির মাধ্যমে ভিশন ২০২১ বাস্তবায়নে সমবায় আন্দোলনকে আরো জোরদার করতে হবে। বর্তমান সরকার সমবায়ীদের কল্যাণে কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেছেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। সমবায় আন্দোলন জোরদারের মাধ্যমে সবাই মিলে বাংলাদেশকে একটি স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারবো। দেশের দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণ সাধনে সমবায়ের বিকল্প নেই।
শনিবার সকালে মহানগরীর রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়ামে ৪৬তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সমবায় দফতর সিলেট বিভাগ আয়োজিত ‘উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি’ শীর্ষক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
সিলেট বিভাগীয় সমবায় দফতরের যুগ্ম নিবন্ধক মো খায়রুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো রাহাত আনোয়ার ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক দেবজিৎ সিংহ। স্বাগত বক্তব্য রাখেন, বিভাগীয় সমবায় দফতর সিলেটের উপ নিবন্ধক (প্রশাসন) মোহাম্মদ গিয়াস উদ্দিন।
দৈনিক বিজয়ের কণ্ঠের সাহিত্য সম্পাদক মামুন সুলতান ও চ্যানেল এসের সংবাদ পাঠক ফাহমিদা খান ঊর্মির যৌথ উপস্থাপনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মো আরিফ মিয়া, পরিচালক এস এম নুনু মিয়া, সিলেট মহানগর শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো রফিকুল ইসলাম, আদর্শ চাকুরীজীবী সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালিক ও আলুতল সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক রিনা বেগম।
এর আগে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
Leave a Reply