সুনামগঞ্জ প্রতিনিধি : জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সুনামগঞ্জে সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় জনস্বাস্থ্য পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদফতর এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ও সিভিল সার্জন অফিসের ব্যবস্থাপনায় শহরের ইপিআই ভবনের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন বীর মুক্তিযোদ্ধা ডা আব্দুল হাকিমের সভাপতিত্বে ও টেকনিশিয়ান মো ফজলুল করিমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা মো আবুল কালাম, সিভিল সার্জন অফিসের সিনিয়র কর্মকর্তা ডা মো ওমর ফারুক প্রমুখ।
সিভিল সার্জন ডা আব্দুল হাকিম জেলায় ১২ থেকে ৫৯ মাস বয়সী কোন শিশু ২য় রাউন্ডে ভিটামিন খাওয়া থেকে যেন বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখতে উপস্থিত সবার প্রতি আহবান জানান।
Leave a Reply