হবিগঞ্জ প্রতিনিধি : আগামী ৯ ফেব্রুয়ারি হবিগঞ্জে ৬ থেকে ১২ মাস বয়সী ৪৩ হাজার ৩শ ২৫ ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ২২ হাজার ২শ ৩৬ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
বুধবার সকালে হবিগঞ্জ সদর হাসপাতালের সভাকক্ষে প্রেস ব্রিফিংকালে সিভিল সার্জন ডা সুচিন্ত চৌধুরী এ তথ্য জানান।
এ সময় উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডা মখলিছুর রহমান উজ্জ্বল ও হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরী।
প্রেস ব্রিফিংয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে সাংবাদিকদের সহযোগিতা চাওয়া হয়।
Leave a Reply