মৌলভীবাজার প্রতিনিধি : সুপ্রিম কোর্ট এলাকা থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে এবং ঢাকায় প্রতিবাদ করতে গিয়ে পুলিশের হাতে আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে মৌলভীবাজারে কয়েকটি সংগঠন বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে।
শনিবার দুপুরে শহরের চৌমোহনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন যুব ইউনিয়নের সভাপতি মাসুক মিয়া। ছাত্র ফ্রন্টের মিটন দেবনাথের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিপিবির সাধারণ সম্পাদক নীলিমেষ ঘোষ বলু, উদীচীর সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ চৌধুরী, অরুণোদয়ের কল্লোল দাস, ছাত্র ইউনিয়নের সভাপতি প্রসান্ত দেব, ছাত্র মৈত্রীর সভাপতি শেখ মাহবুব হাসান মুক্তা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভমিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌমোহনায় এসে শেষ হয়।
Leave a Reply