সুনামগঞ্জ প্রতিনিধি : জাতির পিতার ভাস্কর্য নিয়ে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অপপ্রচারের প্রতিবাদে সুনামগঞ্জে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে আওয়ামী যুব মহিলা লীগ জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সুনামগঞ্জ জেলা সভাপতি সানজিদা নাসরিন দিনা ডায়নার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক জান্নাত মরিয়ম, মানবাধিকার কর্মী এম তাজুল ইসলাম তারেক, সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মাফরুজা আক্তার মনি, জ্যেষ্ঠ সহ সভাপতি মরিয়ম আক্তার টিয়া, লতিফা বেগম, সাংগঠনিক সম্পাদক খোদেজা বেগম ও বিলকিস বেগম।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে উগ্র সাম্প্রদায়িক হেফাজতে ইসলামসহ জামাত-শিবির জঙ্গিগোষ্ঠীর ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসেছে।
তারা অবিলম্বে মামুনুল হকসহ অপপ্রচারকারীদের গ্রেফতারের দাবি জানান।
Leave a Reply