এনা, নিউইয়র্ক : ‘আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিরোধের আগুন’ এই স্লোগানকে ধারণ করে সুপ্রীম কোর্ট চত্বর থেকে লেডি জাস্টিসিয়ার ভাস্কর্য অপসারণ ও নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে নিউইয়র্কে সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা বিক্ষোভ সমাবেশ করেছে।
শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা সাম্প্রদায়িক শক্তির উত্থান বন্ধের এবং হেফাজতের সাথে সখ্যতা বাদ দিয়ে সরকারকে অসাম্প্রদায়িক চেতনা অক্ষুন্ন রাখার আহ্বান জানান।
বিক্ষোভ সমাবেশে বিভিন্ন শ্রেণিপেশার মানুষেরা অংশ নেন। শিল্পী টিপু আলম বিশাল ক্যানভাসে ছবি এঁকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদ জানান। এছাড়া গান ও কবিতা আবৃত্তির মাধ্যমেও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকার সভাপতি মিথুন আহমেদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র সফররত ঢাকার জনপ্রিয় ব্যান্ড তারকা মাকসুদ ও লুৎফুন নাহার লতা। আরো উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র সফররত জার্মান প্রবাসী লেখক ও সাংবাদিক নাজমুন নেসা পিয়ারী, মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, লাবলু আনসার, শিতাংশু গুহ, অধ্যাপক নবেন্দু বিকাশ দত্ত, সুব্রত বিশ্বাস, সাংবাদিক নিনি ওয়াহেদ, ফাহিম রেজা নূর, আবীর আলমগীর, আকবর হায়দার কিরণ, মুজাহিদ আনসারী, মিনহাজ শাম্মু, শুভ রায়, সাবিনা হাই উর্বি, আবৃত্তিকার গোপন সাহা, প্রতীমা সরকার, মনিকা রায়, রবীন্দ্র সরকার প্রমুখ।
বক্তারা ভাস্কর্য অপসারণের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সরকারের এই সিদ্ধান্তে বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তিকে উস্কে দেয়া হয়েছে। এতে বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনা ক্ষতিগ্রস্ত হবে এবং সরকারের প্রতি সাধারণ মানুষের আস্থাহীনতা বাড়বে।
তারা হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, ‘বর্তমান সরকারকে হেফাজতের খপ্পর থেকে বেরিয়ে আসতে হবে। তা না হলে আগামীতে চরম মূল্য দিতে হবে।’
তারা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নেত্রী। তাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছিলাম অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, হেফাজতের সাথে সমঝোতা করার জন্য নয়। আগামীতে ভোট পেতে হলে হেফাজতের সঙ্গে সখ্যতা ছাড়তে হবে, মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে আসতে হবে।’
বক্তারা নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে গ্রেফতার ও হয়রানির প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
Leave a Reply