ভাসানী-ওসমানী স্মৃতি সংসদের উদ্যোগে বৃহস্পতিবার মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল আতাউল গণী ওসমানীর ১০৪তম জন্মবার্ষিকী পালিত হয়।
কর্মসূচির মধ্যে ছিল, সকালে হযরত শাহজালাল (র) দরগা এলাকায় কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও কবর জিয়ারত এবং বিকেলে সাহেবনগরে সংগঠনের কার্যালয়ে বঙ্গবীরের কর্মময় জীবনের উপর আলোচনা সভা ও দোয়া মাহফিল।
ভাসানী-ওসমানী স্মৃতি সংসদের উপদেষ্টা, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল আহমদ সেলিমের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো আমিনুল ইসলাম বকুল। প্রধান বক্তার বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মো জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন, মো রাগিব আলী, ফারুক আহমদ, মো জহির আলী, সুহেল আহমদ, হাবীব আলী মিঠু প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply