আবু তাহির, প্যারিস, ফ্রান্স : প্রথমবারের মতো প্যারিসে কমিউনিটির মধ্যকার সকল বিভেদ ভুলে সব রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের যৌথ উদ্যোগে অমর একুশে পালিত হয়েছে।
এত কর্মব্যস্ত দিনেও সকল বয়সের প্রবাসীরা প্যারিস রিপাবলিকে জড়ো হন। সবার হাতে ছিল ফুল আর কণ্ঠে ছিল একুশের গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি…।’ অনেক বিদেশীও শহীদমিনারে ফুল দিতে আসেন।
এভাবে মহান একুশে উদযাপনে ফ্রান্সের প্যারিস শহরের ঐতিহাসিক মানবাধিকার চত্বর রিপাবলিকে অস্থায়ী শহীদমিনারে হাজারো প্রবাসীর ঢল নামে। কর্মসূচির শুভ সূচনা করেন সম্মিলিত একুশ উদযাপন কমিটির নেতারা। এরপর একে একে ফ্রান্স আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগ সমাজকল্যাণ সমিতি, ফসে আভেক রাব্বানী, বঙ্গবন্ধু পরিষদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন, ছাত্রলীগ, যুবদল, ফেঞ্চুগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, বিশ্বনাথ উপজেলা সমাজকল্যাণ সমিতি, তৃণমূল বিএনপি, চাঁদপুর সমাজকল্যাণ সমিতি, বিয়ানীবাজার উপজেলা সমাজকল্যাণ সমিতি, রাজনগর উপজেলা সমিতি, কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বরিশাল বিভাগীয় সমিতি, সংলাপ পাঠক মেলা, প্যারিস নগর আওয়ামী লীগ, মৌলভীবাজার সমাজকল্যাণ সংস্থা, আর্টিস্ট আংট, বিশ্বনাথ সমাজকল্যাণ সংস্থা, স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী ও প্যারিস বাংলা প্রেসক্লাব শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
এছাড়া দিনটি পালনে শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রথমবারের মতো হাজারো কণ্ঠে একুশের গান পরিবেশনের আয়োজন করা হয়।
Leave a Reply