নিজস্ব প্রতিবেদক : সিলেটে এবারো বর্ণমালার মিছিলের মাধ্যমে অমর একুশের মাস ফেব্রুয়ারিকে বরণ করা হয়েছে।
সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট শুক্রবার সকালে এই বর্ণমালার মিছিলের আয়োজন করে। এতে সর্বস্তরের নাট্য ও সংস্কৃতিকর্মীরা অংশ নেন।
বর্ণমালার মিছিলটি মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে গিয়ে শেষ হয়।
পরে সেখানে নৃত্য সংগঠন ছন্দ নৃত্যালয়ের সদস্যরা নাচে-গানে বর্ণমালার মিছিলকে স্বাগত জানান।
বর্ণমালার মিছিলে অংশ নেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ রানা, আরশ আলী, আল আজাদ, মোকাদ্দেস বাবুল, বেলাল আহমদ, আশুতোষ ভৌমিক বিমল, মিশফাক আহমদ চৌধুরী মিশু, রজত কান্তি গুপ্ত, স্বর্ণলতা রায় ও অসিত বরণ দাশগুপ্ত।
Leave a Reply