ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত হলো একক নাটক ‘প্রাচীর’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন, সজীব চিশতী। অভিনয় করেছেন, হাসান জাহাঙ্গীর, অর্ষা, মনিরা মিঠু, শিখা ও মৌ।
স্বামীর প্রকৃত আদর-সোহাগের পরিবর্তে উল্টো অপবাদের বোঝা মাথায় নিয়ে সংসার করা এক নারীর গল্প ‘প্রাচির’। সন্তানের জন্য এক নারী-এক মা কত যন্ত্রণা সইতে পারেন-এমন বাস্তবধর্মী দৃশ্য মিলবে এই নাটকে। দেখা যাবে, গরিব-দুঃখী মা তার মেয়ে অর্ষাকে সুখের আশায় শহরের টাকাওয়ালা ধনাঢ্য পরিবারের ব্যবসায়ী ছেলের কাছে বিয়ে দেন; কিন্তু বিয়ের পর মেয়ের জীবনে নেমে আসে কাল…! শাশুড়ি-ননদদের নির্যাতন ও অবহেলায় অতিষ্ঠ হয়ে ওঠে অর্ষার জীবন। বিপাকে পড়ে স্বামী সোহান। কারণ স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসা সত্ত্বেও সে মায়ের বাধার জন্যে স্ত্রীর আবদার রক্ষা করতে পারে না। স্ত্রী অভিযোগ করলেও মায়ের কথার উপর কিছু বলার সাহস পায় না। সন্তানসম্ভবা অর্ষা অনাগত সন্তানের দিকে তাকিয়ে শ্বশুরবাড়ির সমস্ত নির্যাতন মুখ বুজে সহ্য করে যায়।
নাটকে অভিনয় নিয়ে হাসান হাসান জাহাঙ্গীর জানান, সামাজিক বার্তার এ নাটকে দর্শকরা তাকে আলাদা ভাবে দেখতে পাবেন।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply