র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিলেট মহানগরীর ভার্থখলা এলাকা থেকে ১,৫৮৫ পিস ইয়াবা সহ ২ জনকে আটক করেছে।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ সুরমা থানা এলাকার মারকাজ পয়েন্ট মোড়ে কাজী অফিসের সামনে পাকা রাস্তার থেকে ৬ লাখ ৩৪ হাজার টাকা মূল্যের এসব ইয়াবা আটক করা হয়।
এ সময় রুমন মিয়া (পিতা মৃত সুন্দর আলী, ভার্থখোলা চান্দের কলোনি, দক্ষিণ সুরমা, সিলেট) ও শাহিনুজ্জামান শাহিনকে (পিতা মৃত মোজাহেদ আলী সারন মিয়া, ধরাধরপুর, দক্ষিণ সুরমা, সিলেট) আটক করা হয়।
উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত আসামিদেরকে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply