হবিগঞ্জ প্রতিনিধি : ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সকল নদীর পানি বৃদ্ধি পাওয়ায় হবিগঞ্জের দুটি উপজেলার প্রায় ৩২টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ঢলের পানি কমতে শুরু করেছে।
মাধবপুর উপজেলায় সোনাই নদীর দুই পাড় ভেঙে প্রায় ২০টি গ্রামে প্রবল বেগে পানি প্রবেশ করছে। প্লাবিত হয়েছে রাস্তাঘাট, বাজার, মৎস্য খামার ও কৃষিজমি। হরষপুর-মাধবপুর ও জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে মনতলা তেমুনিয়া সড়কটি তলিয়ে গেছে।
অপরদিকে, ভারতের সীমান্তবর্তী বাল্লা এলাকায় খোয়াই নদীর পানি বাঁধ উপচে চুনারুঘাট উপজেলার ১২টি গ্রাম প্লাবিত করেছে।
দুপুরে খোয়াই নদীর পানি বিপদসীমার ১৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
Leave a Reply