নিজস্ব প্রতিবেদক : আগামী দুই বছরের মধ্যে ভারত থেকে আরো দুই হাজার মেগাওয়াট বিদুৎ আমদানি করা হবে।
বিদুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ রবিবার দুপুরে সিলেটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা জানান।
এর আগে প্রতিমন্ত্রী একটি অভিজাত হোটেলে ‘টেকসই জ্বালানি প্রসারে গ্রিন ব্যাংকিংয়ের ভুমিকা’ শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে ভারত থেকে ৬০ মেগাওয়াট বিদুৎ আনা হয়েছে। ২০১৮ সালের মধ্যে দেশের সব মানুষকে বিদ্যুতের আওতায় নিয়ে আসতে সরকার কাজ করছে।
Leave a Reply