নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোয়াইঘাট উপজেলার বিছনাকান্দি থেকে ২টি রিভলবার সহ এক অস্ত্র ব্যবসায়ীকে জেলা পুলিশ আটক করেছে।
বুধবার সকালে সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম তার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, ৫ সেপ্টেম্বর ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে পুলিশ ৩টি অস্ত্র সহ তিন ব্যক্তিকে আটক করে। এরমধ্যে দুই জনের বাড়ি সুনামগঞ্জে। তারা হলেন, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুস সহিদ ও জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আনছার মিয়া। জিজ্ঞাসাবাদে তারা জানান, এই অস্ত্রগুলো গোয়াইনঘাট উপজেলার সোনাহাটা সীমান্ত দিয়ে বাংলাদেশে আসে।
এ তথ্যের ভিত্তিতে গোয়েন্দা তৎপরতা জোরদার করে মঙ্গলবার দুপুরে আরব আলী (৩৬) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে ২টি অস্ত্রসহ আটক করা হয়।
তিনি আরো জানান, আরব আলী ২ বছর ধরে অস্ত্র ব্যবসায় জড়িত। তিনি ভারতীয় খাসিয়ার নিকট থেকে অস্ত্র সংগ্রহ করে আব্দুস সহিদ ও আনছার মিয়ার কাছে সরবরাহ করতেন। এপর্যন্ত তার মাধ্যমে ১২টি অস্ত্র ভারত থেকে বাংলাদেশে এসেছে।
পুলিশ ভারত থেকে বাংলাদেশে অস্ত্র আসা বন্ধ করতে তৎপর রয়েছে বলে ফরিদ উদ্দিন জানান।
Leave a Reply