বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বাংলাদেশী এক নাগরিককে আটক করেছে।
বুধবার (৬ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় উৎমা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে বিজিবির টহল দল সুনামগঞ্জ সদর উপজেলার বেড়িগাঁও গ্রামের মো সাদেক মিয়ার ছেলে মো নুরুল গণিকে (২২) আটক করে।
নূরুল গণি জিজ্ঞাসাবাদে জানান, গার্মেন্টসে কাজ করার উদ্দেশ্যে তিনি মানব পাচারকারী চক্রের সহায়তায় ভারতের কাশ্মীরে যাওয়ার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করতে চেয়েছিলেন।
আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের পূর্বক তাকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তথ্য বিবরণী